।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ পৃথক তিন অভিযানে ১৬ জন গ্রেফতার। শনিবার (০১ জুলাই) কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজের পশ্চিম পাড় এলাকা, রাজারহাট এবং রৌমারী এ অভিযান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, কুড়িগ্রাম সদর উপজেলার একতা পাড়া গ্রামস্থ ধরলা ব্রীজের পশ্চিম পাড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় টাপু ভলাকোপা এলাকার মোঃ হায়দার আলী (৪৮), মোঃ রানা মিয়া (৩২), মোঃ নয়ন মিয়া (২৪), মোঃ হামিদুল ইসলাম (৩৫), মোঃ রতন আলী (৩২), মোঃ রোস্তম (৫০), মোঃ পরিমল (৪২), মোঃ রমজান আলী (৩৯), মোঃ ফারুক মিয়া (৪০), মোঃ রিপন (৪০), মোঃ মুকুল মিয়া (৩২), মোঃ জরিফ (৫২) দেরকে জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম।
অন্যদিকে রাজারহাট থানা পুলিশ কর্তৃক একই দিনে অপর এক অভিযানে রাজারহাট থানাধীন ঘড়িয়ালডাঙ্গা ইউপির সুলতান বাহাদুর এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় একই এলাকার মোঃ শফিকুল ইসলাম (৩৫) ও মোঃ আবুল হোসেন (৩২) দ্বয়কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে রাজারহাট থানার একটি চৌকস টিম।
এছাড়াও একই তারিখে রৌমারী থানা পুলিশ কতৃক থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে রৌমারী ব্যাপারী পাড়া এলাকার মোঃ শালু মিয়া ও নওদা পাড়ার মোঃ রেজাউল করিম দ্বয়কে জুয়া খেলার অপরাধে ১০০ টাকা জরিমানা অনাদায়ে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আরও জানান, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। এই বছরে ইতিমধ্যেই জুয়ার অপরাধে ব্যাপক সংখ্যক আসামী গ্রেফতার ও মামলা রুজু হয়েছে। পাশাপাশি নানাভাবে মানুষকে সচেতন করছি আমরা। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।