|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুন ২৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
মঙ্গলবার (২৭ জুন) বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশ’ এর উদ্যোগে উলিপুরের বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকায় ৩০ জন পরিবারের প্রতিজনকে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=25122
➤ চিলমারী-রৌমারী নৌপথে ঈদ এলেই নেওয়া হয় দ্বিগুণ ভাড়া
নৌ পথে চলাচলকারী যাত্রীদের সাথে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া গেছে। টিকিটেও অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা মিলেছে। যাত্রীরা বলছেন, ঈদ সহ যেকোনও উৎসব এলেই এভাবে বাড়তি ভাড়া আদায় করা হয়।
https://www.ulipur.com/?p=25119
➤ চিলমারীতে একদিন আগেই ঈদ উদযাপন
স্থানীয়সুত্র জানান, চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিন নটারকান্দি ঈদগাহ মাঠে বুধবার (২৮ জুন) সকাল ৭ টায় প্রায় ২ শতাধিক নারী পুরুষ মুসল্লী ঈদের নামাজে অংশগ্রহন করেন এবং পশু কোরবানি দেন। পুলিশি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে এই গ্রামের প্রায় ২শত নারী-পুরুষ ঈদের নামাজ আদায় করে।
https://www.ulipur.com/?p=25127
➤ চিলমারীর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
জানা গেছে, বুধবার (২৮ জুন) সকাল ৮টার দিকে চিলমারী ইউনিয়নের শাখাহাতী এলাকায় ব্রহ্মপুত্র নদের শাখা নদে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
https://www.ulipur.com/?p=25131