।। উপজেলা প্রতিনিধি ।।
সৌদি আরবের সাথে মিল রেখে চিলমারীর অষ্টমীরচরে ঈদুল আযাহার জামাত ও কোরবানি অনুষ্ঠিত হয়েছে। অষ্টমীর চরের দক্ষিণ নটারকান্দী ঈদ গাহ মাঠে এই জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়সুত্র জানান, চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিন নটারকান্দি ঈদগাহ মাঠে বুধবার (২৮ জুন) সকাল ৭ টায় প্রায় ২ শতাধিক নারী পুরুষ মুসল্লী ঈদের নামাজে অংশগ্রহন করেন এবং পশু কোরবানি দেন। পুলিশি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে এই গ্রামের প্রায় ২শত নারী-পুরুষ ঈদের নামাজ আদায় করে।
এই গ্রামের বাসিন্দা বলেন, প্রতি বছরেই সৌদি আরবের সাথে মিল রেখে আমরা রোজা পালন এবং দুইটি ঈদেই পালন করি। সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন বলেন, দক্ষিণ নটারকান্দী এলাকায় বেশ কয়েকটি পরিবার সৌদি আরবের সাথে মিল রেখেও ঈদের নামাজ আদায় করে এবং ঈদ উৎযাপন করে আসছে বছরের পর বছর ধরে।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বুধবার সকালে সৌদি আরবের সাথে মিল রেখে চিলমারর অষ্টমীর চর ঢুষমারা থানা এলাকার দক্ষিণ নটারকান্দী এলাকাসহ জেলায় পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব ঈদ জামাতে নিয়মিত ঈদ জামাতের মতই তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
//নিউজ/চিলমারী//সোহেল/জুন/২৮/২৩