জরীফ উদ্দীন, উলিপুরঃ
কাজীর মসজিদ। আজ থেকে প্রায় দুইশত বৎসর আগের মোঘল আমলের স্থাপত্যের স্মৃতিচিহৃ নিয়ে কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে উলিপুরের উত্তর দলদলিয়া গ্রামে। মসজিদটির দেয়ালে আজও সুসজ্জিত হয়ে আছে বিভিন্ন কারুকার্য এবং মূল মসজিদের উপর আছে তিনটি গম্বুজ যা দৃষ্টি জুড়িয়ে দেয় যেকোন পর্যটক ও মুসুল্লীদের। এই ঐতিহাসিক মসজিদটি নিয়ে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রচলিত কথা যা হার মানায় রূপকথাকেও। মসজিদটিতে প্রতি শুক্রবার অনেক ধর্মপ্রাণ মুসলমান চিনি, গুড়, সিন্নি, পায়েস, ছাগল, চাল, ডাল, টাকা ও ধর্মীয় বইসহ নিয়ে আসে বিভিন্ন মান্নত সামগ্রী। এই মসজিদ নির্মাণ করেন কাজী কুতুব উদ্দিন। তিনি পারস্য (ইরান) থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য অত্র অঞ্চলে এসেছিলেন বলে উলিপুরের ইতিহাস ও লোকসাহিত্য গ্রন্থে পাওয়া যায়। মূল ভবনটিতে ইমাম সাহেবের পেছনে মুসল্লীদের দাঁড়ানোর জন্য একটিমাত্র সারি (কাতার) আছে যা বর্তমান ভবন থেকে তিন হাতের মত নিচে দেবে গেছে।
বর্তমানে মসজিদটি সম্প্রসারণ করা হচ্ছে। মূল মসজিদের প্রবেশের পথে আছে একটি ফার্সি ভাষার শিলালিপি। যার বঙ্গানুবাদ –
“পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ ছাড়া মাবুদ নাই, হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল। কাজী কুতুব উদ্দিন সাহেব, ঈমানী দৃঢ় বিশ্বাসে পবিত্র আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন। নবী (সাঃ) এর অছিলায় প্রতিষ্ঠার কাজ সোমবারে সমাপ্ত হয়েছে।”
আমি হিজরী সাল তালাশ করে জানতে পারলাম এক হাজার দুইশত চৌদ্দ সন।