|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জুন ২৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
চিলমারীতে অনুষ্ঠিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২৩। বরিবার বিকালে খেলাটির ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে থানাহাট ইউনিয়ন পরিষদ ও রমনা মডেল ইউনিয়ন পরিষদ মুখোমুখি হয়। খেলাটি থানাহাট এ,ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পুরো খেলায় ১-১ গোলের ব্যবধানে ড্রো হলে ট্রাইব্রেকারে ৪-৫ গোলের ব্যবধানে জয় লাভ করে থানাহাট ইউনিয়ন পরিষদ।
➤ কুড়িগ্রামে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওয়তায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=25104
➤ বুয়েটে মাস্টার্স ভর্তি পরীক্ষায় প্রথম চিলমারীর মেয়ে ইতি
জানা যায়, চিলমারীর রমনা মডেল ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের জোরগাছ বাজার এলাকার মো. চাঁন মিয়া ও কাজল বেগমের মেয়ে। ২০১৩ সালে জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং ২০১৫ সালে জিপিএ ৪.৫৮ নিয়ে এইচএসসি পাস করেন। ২০১৬-২০১৭ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কুড়িগ্রাম সরকারি কলেজে গণিত বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। সিজিপিএ ৩.৯৩ পয়েন্ট নিয়ে অনার্স পাস করেন। বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজে একই বিভাগে মাস্টার্সে পড়ছেন।
https://www.ulipur.com/?p=25096