।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ ঈদগাহ মাঠে সাঁতার প্রশিক্ষণ শেষে মালেকা খাতুন বালিকা বিদ্যালয়ের হলরুমে সনদপত্র বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওয়তায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক।
সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করে ঘোগাদহ উচ্চ বিদ্যালয়, মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও মাঠেরপাড় দাখিল মাদরাসার ত্রিশজন শিক্ষার্থী। এরমধ্যে পনেরোজন বালক এবং পনেরোজন বালিকা অংশগ্রহণ করে।