।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশ নেয় কুড়িগ্রাম সরকারি কলেজ বনাম ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রী কলেজ। খেলা ৩-৩ গোলে ড্র হলে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে ৩-১ গোলে ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজ চাম্পিয়ান হয়।
খেলায় ম্যান অব দ্যা ফাইনাল বিবেচিত হয় কুড়িগ্রাম সরকারি কলেজ টিমের আরমান, সেরা খেলোয়ার বিবেচিত হয় ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রী কলেজ দলের খেলোয়ার নিশান এবং একই দলের আওরাঙ্গ সর্বোচ্চ গোলদাতা হিসেবে ট্রফি জিতে নেয়। এছাড়াও ফেয়ার প্লে ট্রফি পায় কাঁঠালবাড়ী ডিগ্রী কলেজ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম ও জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইন।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অর্থায়নে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।