|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জুন ২৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে পানিবন্দী হচ্ছে নিম্নাঞ্চলের মানুষ, ভাঙনে ব্যাপক ক্ষতি
পানি বাড়ার সাথে থেকে থেকে বৃষ্টি উজানের ঢলে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বড়ভিটা চরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এর ফলে গত ১ সপ্তাহে প্রায় শতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এর আগে আরো শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়ে হারিয়েছে তাদের ঘরবাড়ি।
https://www.ulipur.com/?p=25029
➤ কোরবানী উপলক্ষে জমে উঠেছে দূর্গাপুরের পশুর হাট
ঈদ উল আযহা সামনে রেখে জমে উঠেছে দূর্গাপুরের পশুর হাট। কোরবানীর জন্য উপযুক্ত বিভিন্ন জাতের পশু আনা হয়েছে। কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতার আগমনে সরগরম হয়ে উঠেছে এই পশুর হাট।
https://www.ulipur.com/?p=25035
➤ ফুলবাড়ী সীমান্তে মদসহ বিজিবি’র অবসরপ্রাপ্ত সদস্য আটক
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহলরত সদস্যরা এক বোতল মদসহ আইয়ুব আলীকে আটক করে। পরে রাতেই তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজিবি।
https://www.ulipur.com/?p=25048