।। নিউজ ডেস্ক ।।
ফুলবাড়ী সীমান্তে নিজ বাহিনীর অবসররপ্রাপ্ত এক সদস্যকে মদসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র টহলরত সদস্যরা। বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার থেকে নাওডাঙ্গা বকুলতলা বাজারগামী সড়ক থেকে তাকে আটক করে বিজিবি। পরে পুলিশে হস্তান্তর করলে শুক্রবার তাকে আদালতে পাঠায় পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক বিজিবি’র সাবেক সদস্যের নাম আইয়ুব আলী (৫৮)। তিনি বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির ত্রাণ ও গবেষণা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে নিয়মিত মদ সেবনের অভিযোগ রয়েছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহলরত সদস্যরা এক বোতল মদসহ আইয়ুব আলীকে আটক করে। পরে রাতেই তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজিবি।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, অপরাধী যেই হোক না কেন কোন প্রকার ছাড় নেই। মাননীয় প্রধানমন্ত্রী ও বিজিবি’র মহাপরিচালক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বিজিবি’র সদস্যরা সেই নীতি অনুসারণ করে মাদক বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তে সব ধরনের চোরা-চালানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
ওসি ফজলুর রহমান বলেন, বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
//নিউজ//ফুলবাড়ী//চন্দন/জুন/২৩/২৩