।। নিউজ ডেস্ক ।।
ঈদ উল আযহা সামনে রেখে জমে উঠেছে দূর্গাপুরের পশুর হাট। কোরবানীর জন্য উপযুক্ত বিভিন্ন জাতের পশু আনা হয়েছে। কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতার আগমনে সরগরম হয়ে উঠেছে এই পশুর হাট।
শুক্রবার (২৩ জুন) সরেজমিন দেখা যায়, কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতের গরু আনা হয়েছে এবার হাটে বিক্রির জন্য।
বিক্রেতা রমজান, লোকমান ও বশরের সঙ্গে কথা হলে তারা উলিপুর ডট কমকে জানান, পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি বিভিন্ন জাতের গরু আনা হয়েছে এবার হাটে বিক্রির জন্য। বিশেষ করে জেলার নানা এলাকা থেকে নানান জাতের গরু আসছে, কোন প্রকার ইনজেকশন ছাড়া প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস, লতাপাতা খেয়ে হৃষ্টপুষ্ট হয় এমন মোটাতাজা গরু হাটে আসছে তাই দাম একটু বেশি।
তাঁরা আরও জানান, দাম বেশি হলেও বর্তমানে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এসব গরু। গরুর কদর এখন দেশজুড়ে।
দূর্গাপুর হাটে গরু কিনতে আসা উলিপুরের বাসিন্দা আবু বক্কর, খোরশেদ আলমসহ কয়েক জন জানান, গরুগুলো বেশ মোটাতাজা এবং কোরবানীর জন্য উপযুক্ত। তবে বাজারে গরুর দাম চড়া, তাই অনেকেই গরু না কিনে চলে যাচ্ছেন।
দূর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু সরকার উলিপুর ডট কম কে বলেন, দুর্গাপুর পশুর হাটে সাশ্রয়ী মূল্যে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে।
//নিউজ//উলিপুর//নয়ন/জুন/২৩/২৩