।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে অব্যাহত রয়েছে পানি বৃদ্ধি, থাকছে থেকে থেকে বৃষ্টি সাথে উজানের ঢল পানিবন্দী হয়ে পড়ছে নিম্নাঞ্চলের মানুষ। পানি বৃদ্ধির সাথে বেড়েছে ভাঙনের তীব্রতা। গত ১ সপ্তাহে বড়ভিটা চরের শতাধিক বাড়িঘরসহ নয়ারহাট, অষ্টমীরচর, চিলমারী ইউনিয়নের প্রায় ১শত বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। নতুন করে প্রায় দুইশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ভাঙনের শিকার পরিবার গুলো দিশাহারা হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া শুরু করেছে। ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় উপজেলা বিভিন্ন এলাকার প্রায় ৫হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইতি মধ্যে ভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।
জানা গেছে, পানি বাড়ার সাথে থেকে থেকে বৃষ্টি উজানের ঢলে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বড়ভিটা চরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এর ফলে গত ১ সপ্তাহে প্রায় শতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এর আগে আরো শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়ে হারিয়েছে তাদের ঘরবাড়ি।
এছাড়াও নয়ারহাট, অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দেয়ায় বিভিন্ন স্থাপনাসহ প্রায় শতাধিক ঘরবাড়ি ভেঙে নিয়েছে ব্রহ্মপুত্র।
একদিকে বাড়িঘর হারিয়ে নিঃস্ব তার উপর বন্যার হানা বিপাকে পড়েছে শতশত পরিবার। ভাঙনের শিকার পরিবার গুলো কেউ খোলা আকাশের নিচে, কেউ অন্যের স্থানে আশ্রয় নিয়ে করছে মানবেতর জীবন যাপন। ভাঙনের শিকার পরিবার গুলো জানায়, জায়গাসহ বাড়িঘর নদীতে গেলে আর কি থাকে, হামরা এর স্থায়ী সমাধান চাই। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়ে বজড়াদিয়ার খাতা, চুড়–য়া পাড়া, বড়ভিটা, জোড়গাছ, রাজারভিটাসহ বিভিন্ন এলাকার প্রায় ৫হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, বড়ভিটা এলাকার ইতি মধ্যে ১ থেকে দেড়শত বাড়িঘর নদীতে ভেঙ্গে গেছে এবং গত ১ সপ্তাহে নতুন করে আরো প্রায় শতাধিক বাড়িঘর নদীতে বিলিন হয়েছে। তিনি আরো জানান, নদী ভাঙনের সাথে বন্যার থাবা অসহায় হয়ে পড়েছে পরিবার গুলো।
ইতি মধ্যে ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে অসহায় মানুষদের মাঝে ত্রান বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহববুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
//নিউজ/চিলমারী//সোহেল/জুন/২৩/২৩