|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে পরিবার নিয়ে দিনমজুর দম্পতির ব্রিজের ওপর বসবাস
গোলাম মোস্তফা বলেন, ‘কয়েকবছর ধরে অন্যের জমিত ঘর করি পরিবার নিয়ে বাস করছিলাম। কয়দিন আগে সেখান থাকি তুলি দিছে। যার জমি তাই আর থাকপার দিবার নয়। কুল কিনারা না পায়া ব্রিজের ওপর কোনো রকম চালা বানেয়া আশ্রয় নিছি। কিন্তু এই বৃষ্টির দিনত খ্যাতা বালিশ সউগ ভিজি যায়, কেমন করি থাকি!
https://www.ulipur.com/?p=24953
➤ কুড়িগ্রামে কোরবানীর প্রশু প্রস্তুতে ব্যস্ত খামারীরা
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুড়িগ্রামে কোরবানীযোগ্য পশু প্রস্তুতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক ও খামারীরা। এ বছর জেলায় কোরবানী উপযোগী পশুর সংখ্যা ২লাখ ৭০হাজার ১৬৭টি আর চাহিদা ২লাখ ৮৫৩টি। সে হিসাবে উদ্বৃত্ত কোরবানীর পশুর সংখ্যা ৬৯হাজার ৩১৪টি।
https://www.ulipur.com/?p=24999
➤ রাজারহাটে সরকারি বই পাচারকালে আটক ১
রাজারহাটে মাধ্যমিক কার্যালয়ে হতে চলতি বছরের ৮ম শ্রেণির বিজ্ঞান, শারীরিক শিক্ষা, ইসলাম ধর্ম ও চারুকলা বিষয়ের ৪৯৫টি পাঠ্যপুস্তক (বই) বিক্রিকালে জনতা ইজিবাইকসহ দুইজনকে আটক করে রাজারহাট থানা পুলিশে সোপর্দ করে। পাঠ্যপুস্তক বিক্রির মুলহোতা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী মঞ্জুরুল ইসলাম পলাতক রয়েছেন।
https://www.ulipur.com/?p=25010
➤ নাগেশ্বরীতে বন্যায় ৪ ইউনিয়নের চরাঞ্চলীয় গ্রামগুলো প্লাবিত
পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। অপরদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে গতকাল রাতে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল থেকে পানি কমতে শুরু করেছে। সকাল নয়টায় পানি কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
https://www.ulipur.com/?p=25015