।। টেক ডেস্ক ।।
অনলাইনে কোনো তথ্য খোঁজার জন্য আমরা গুগল সার্চ ব্যবহার করে থাকি। তবে শব্দ বা কি -ওয়ার্ডের পাশা পাশি ছবি দিয়েও গুগলে সার্চ করলে প্রাসঙ্গিক ফলাফল পাওয়া যায়।
অনেকেই ছবি দিয়ে তথ্য অনুসন্ধানে গুগল লেন্স ব্যবহার করেন। তবে গুগল লেন্স ছাড়াও গুগল ইমেজ সার্চ টুল ব্যবহার করেও তথ্য অনুসন্ধান করা যায়। এই টুল ব্যবহার করে চারা গাছ কিংবা অচেনা গাছের ছবি দিয়ে গাছ সনাক্ত করা যায়। এমনকি ছবির উৎসও অনুসন্ধান করা যায়।
চলুন জেনে নেওয়া যাক, ছবি দিয়ে গুগলে অনুসন্ধান করার উপায়ঃ-
কম্পিউটারে ছবি ব্যবহার করে অনুসন্ধান
➤ প্রথমে কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার ওপেন করুন।
➤ এরপর গুগল ইমেজেসে প্রবেশ করতে হবে।
➤ এবার সার্চ বক্সের ডান দিকে থাকা ক্যামেরা আইকনে ক্লিক করে কাঙ্ক্ষিত ছবি দিতে হবে।
➤ এরপর ছবি অনুযায়ী প্রাসঙ্গিক ফলাফল প্রদর্শিত হবে।
➤ এ ছাড়া সার্চ বক্সে ছবির ইউআরএল পেস্ট করেও অনুসন্ধানের সুযোগ রয়েছে।
অ্যান্ড্রয়েড ফোনে ছবি ব্যবহার করে অনুসন্ধান
➤ অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল অ্যাপে প্রবেশ করতে হবে।
➤ এরপর সার্চ বক্সের ডান দিকে থাকা গুগল লেন্স আইকনে ট্যাপ করুন।
➤ এরপর গ্যালারিতে থাকা ছবি নির্বাচন করলে প্রাসঙ্গিক ফলাফল দেখা যাবে।
➤ এ ছাড়া স্মার্টফোনের ব্রাউজার থেকে গুগল ইমেজেসে প্রবেশ করেও ছবি দিয়ে তথ্য অনুসন্ধান করা যাবে।