|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুন ২১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে বাড়ছে নদ-নদীর পানি, দেখা দিয়েছে ভাঙন
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড এর তথ্যানুযায়ী সোমবার (১৯ জুন) সকাল ৬টায় দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার মাত্র ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। আগামী ২২-২৩ তারিখ নাগাদ ব্রহ্মপুত্র নদের অববাহিকায় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
https://www.ulipur.com/?p=24956
➤ উজানের ঢলে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, রাজিবপুরে ভাঙনে বিলীন ১৫ বসতভিটা
কােদালকাটি ইউনিয়নের সাজাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমানের দাবি, সাজাই বাজারপাড়া ও পাইকান্টারী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনে বসতভিটা হারিয়ে অনেকে ঠাঁই নিয়েছেন অন্যের ভিটায়। ভাঙন দ্রুত রােধ করতে না পারলে নিঃস্ব হয়ে পড়বেন অনেক পরিবার।
https://www.ulipur.com/?p=24977
➤ রাজারহাটে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষাবাদে কৃষকের সাফল্য
কুড়িগ্রাম জেলায় এই প্রথম গ্রীষ্মকালিন পরিবেশবান্ধব বেবী তরমুজ পরীক্ষামুলকভাবে চাষ করে সাফল্য পেয়েছে কৃষকরা। পল্লী কর্মসহাক ফাউন্ডেশন (পিকেএসএফ’র) আর্থিক সহায়তায় আরডিআরএস বাংলাদেশ সমন্বিত কৃষি ইউনিট (কৃষিখাত) কর্মসূচির আওতায় রাজারহাটের ছিনাই ইউনিয়নে ৩জন কৃষককে এক বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে সহায়তা করেছে। এক বিঘা জমিতে খরচ পরেছে প্রায় ৭৫ হাজার টাকা।
https://www.ulipur.com/?p=24984
➤ কুড়িগ্রামে ক্রিয়া প্রকল্পের অবহিতকরণ সভা
কুড়িগ্রামে মহিদেব যুক সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে কুড়িগ্রাম উপজেলা পরিষদ হলরুমে অবহিতকরণ সভার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
https://www.ulipur.com/?p=24987
➤ কুড়িগ্রামের নদ-নদীর পানি অপরিবর্তিত, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
বাড়ির চাইরপাশে পানি, বাইরে বের হওয়া যায় না। আইগনাত (উঠানে) রান্না করার আকা (চুলা) আছে সেটাও ভিজে গেইছে, রান্না করা যায় না। আপাতত আলগা একটা আকা আনি সেখানত রান্না করছি। হামরা গরু-ছাগল আদি (বর্গা) আনি পালন করি।
https://www.ulipur.com/?p=24991