।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে মহিদেব যুক সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে কুড়িগ্রাম উপজেলা পরিষদ হলরুমে অবহিতকরণ সভার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি ও নারী নেতৃত্বের সক্ষমতা তৈরীতে এই প্রকল্প ২০২৬ সালের জুন মাস পর্যন্ত কার্যক্রম পরিচালিত করবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রব রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আল্পনা প্রমুখ।