|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জুন ১৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজিবপুরে বর্ডার হাটের কার্ড নবায়নের দাবিতে বিক্ষোভ
সোমবার (১৯ জুন) সকালে শিশু পার্ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজিবপুর উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নিয়ে মানববন্ধন করেন নবায়ন বঞ্চিত ক্রেতারা। এসময় নবায়ন বঞ্চিত ক্রেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন থেকে আমরা আমাদের বর্ডার হাটের কার্ড নবায়ন থেকে বঞ্চিত।
https://www.ulipur.com/?p=24948
➤ চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে হুমকির মুখে বিভিন্ন এলাকার বাঁধসহ ডানতীর রক্ষা প্রকল্প
টানা বৃষ্টি, উজানের ঢল বাড়ছে নদ-নদীর পানি। বৃদ্ধি পেতে শুরু করেছে ব্রহ্মপুত্রের পানি। ভাঙ্গন অব্যাহত থাকলেও পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গনের তীব্রতা দেখা দিয়েছে চিলমারীর বিভিন্ন এলাকায়। ভাঙ্গন দেখা দিয়েছে কালিরকুড়া টি-বাঁধ এলাকায়। হুমকির মুখে পড়েছে টি-বাঁধ, অবদা বাঁধ ও ডানতীর রক্ষা প্রকল্প।
https://www.ulipur.com/?p=24930
➤ কুড়িগ্রামের নদীতে ধরা পড়লো ১৬ কেজির বোয়ালমাছ
সৌখিন মাছ শিকারির খোঁচায় ধরা পড়লো ১৬ কেজি ওজনের একটি বোয়ালমাছ। মাছটিকে এক নজর দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে মাছটি ধরা পড়ে।
https://www.ulipur.com/?p=24936
➤ উলিপুরে অরণ্য এর উদ্যোগে শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
‘একটি করে গাছ লাগাই-স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
https://www.ulipur.com/?p=24942
➤ চিলমারীতে মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্রীজ, দুর্ভোগ চরমে
মরণ ফাঁদের ব্রীজে বছরের পর বছর থেকে বাড়ছে ভোগান্তি। প্রায় ৩৬ বছর আগে নির্মিত ব্রীজটি আজ বেহাল দশার সাথে মৃত্যুকূপে পরিনত হলেও নেই করো নজর। আশ্বাস পর আশ্বাস কেটে যাচ্ছে বছরের পর বছর। লক্ষ লক্ষ মানুষে দুর্ভোগ, যানবাহন চালকরা রয়েছে ভোগান্তিতে।
https://www.ulipur.com/?p=24905