।। নিউজ ডেস্ক ।।
‘একটি করে গাছ লাগাই-স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে পরিবেশবাদী সংগঠন ‘অরণ্য এর আয়োজনে উত্তর দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১১টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
প্রাইম্যাক্স এর সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বানু, কালের কণ্ঠ এর সাংবাদিক রোকনুজ্জামান মানু, অরণ্যের উপদেষ্টা নূর আমিন, সহ সাধারণ সম্পাদক আহসান হাবিব সৌরভ, কোষাধ্যক্ষ জামিউল ইসলাম, প্রচার সম্পাদক জামিউল ইসলাম জোয়ান, সমাজ সেবক আব্দুল কাদের ছাড়াও অরণ্যের সদস্যবৃন্দ।
অরণ্যের উপদেষ্টা নূর আমিন বলেন- পরিবেশবাদী অরণ্য সংগঠনটি প্রায় সাত বছর ধরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নবজাতক শিশুদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করে আসছে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই নিজ নিজ জায়গা থেকে সকলের অন্তত একটি করে গাছ লাগানো উচিৎ।