।। উপজেলা প্রতিনিধি ।।
টানা বৃষ্টি, উজানের ঢল বাড়ছে নদ-নদীর পানি। বৃদ্ধি পেতে শুরু করেছে ব্রহ্মপুত্রের পানি। ভাঙ্গন অব্যাহত থাকলেও পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গনের তীব্রতা দেখা দিয়েছে চিলমারীর বিভিন্ন এলাকায়। ভাঙ্গন দেখা দিয়েছে কালিরকুড়া টি-বাঁধ এলাকায়। হুমকির মুখে পড়েছে টি-বাঁধ, অবদা বাঁধ ও ডানতীর রক্ষা প্রকল্প। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহন না করা ও অনিয়ম আর দুর্নীতির কারনে আজ হুমকির মুখে শতকোটি টাকার ডানতীর রক্ষা প্রকল্প, অবদা বাঁধসহ বিভিন্ন স্থাপনা অভিযোগ এলাকাবাসীর। জিও ব্যাগ ফেলানো হচ্ছে এবং ভাঙ্গন রোধে কাজ করা হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
জানা গেছে, টানা বৃষ্টি, উজানের ঢল বেড়েছে ব্রহ্মপুত্রের পানি। পানি বৃদ্ধি সাথে চিলমারীর বিভিন্ন এলাকার সাথে রানীগঞ্জ কাঁচকোল কালিরকুড়া এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। ভাঙ্গনের তীব্রতার কারনে হুমকির মুখে পড়েছে কালিরকুড়া টি-বাঁধ, ডানতীর রক্ষা প্রকল্প, অবদা বাঁধ। গত মাসে (মে-২০২৩) উক্ত এলাকায় ভাঙ্গন দেখা দিলে পরিদর্শনে আসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক (এমপি)। সেই সময় কিছু জিও ব্যাগ সাজিয়ে রাখা হয় এবং সামান্য কিছু ফেলানো হয় প্রতিমন্ত্রীকে খুশির করা জন্য অভিযোগ করে এলাকাবাসী বলেন, প্রতিমন্ত্রী যাওয়ার কতদিন হয়ে গেল অতচ পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়, সঠিক ভাবে জিও ব্যাগ না ফেলিয়ে যখন পানি বৃদ্ধি শুরু করলো এবং ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে তখন ফেলানো শুরু করলো যেন চুরি করতে সুবিধা হয়।
পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম আর দুর্নীতি কারনে আজ হুমকির মুখে পড়েছে টি-বাঁধ, অবদা বাঁধ, ডানতীর রক্ষা প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা অভিযোগ এলাকাবাসীর। পানি বাড়ছে আর ভাঙ্গন শুরু হলে চুরি করতে সুবিধা আর পানির মধ্যে কতগুলো জিও ব্যাগ পড়ছে সেটি এলা কেডা কইবে বললেন এলাকার হাফিজুর। সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে ভাঙ্গন দেখা দিতো না, আর পানি উন্নয়ন বোর্ডের কর্তারা সহজে দুর্নীতি করতেও পারতো না মন্তব্য করে এলাকার হাবিব বলেন, পানি উন্নয়ন বোর্ড চুরি না করুক আর অনিয়ম না করুক দেখবেন সরকারের কোটি কোটি টাকাও রক্ষা পেত, জনগনও সুবিধা পেত।
রক্ষা প্রকল্পের কাজ ও জিও ব্যাগ ফেলানো কাজে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম, দুর্নীতি আছে মন্তব্য করে রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সঠিক সময় সঠিক পদক্ষেপ না নেয়ায় কালিরকুড়া টি-বাঁধ, অবদা বাঁধ, ডানতীর রক্ষা প্রকল্প কাঁচকোল এলাকা পড়েছে ভাঙ্গনের মুখে।
সঠিক সময় জিও ব্যাগ ফেলালো হয় না পাবলিকের এই অভিযোগ কিছুটা সত্য, কারন বস্তা ভরানো এবং গননার জন্য স্যারেরা আসেন এতে কিছু সময় লাগে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানো হচ্ছে আর কাজে কোন অনিয়ম নেই এবং ভয়েরও কোন কারন নেই।
তিনি আরো জানান, উক্ত এলাকায় ভাঙ্গন রোধে দুজন ঠিকাদারের মাধ্যমে আপাতত ৬০ হাজার জিও ব্যাগ ফেলানোর টার্গেট নেয়া হয়েছে, ইতি মধ্যে (রবিবার বিকাল পর্যন্ত) ৪৫ হাজার ব্যাগ ফেলানো হয়েছে।
কাজে অনিয়ম নেই এবং সঠিক ভাবে হচ্ছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের কিছু কিছু সময় জরুরী ভিত্তিতে কাজ করতে হয় আর এটি জরুরী কাজের অংশ হিসাবে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানো হচ্ছে।
//নিউজ/চিলমারী//সোহেল/জুন/১৯/২৩