|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে স্বর্ণালঙ্কার চুরি, ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্তি পুলিশ সুপার
চিলমারীতে স্বর্ণের দোকানের প্রায় ২৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের এলএসডি মোড় থেকে রনি মোড় সড়কের মধ্যস্থ স্থানে মামা ভাগ্নে জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে।
➤ কুড়িগ্রামে ২দিন ব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত
‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ২দিন ব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ইনস্টিটিউট মাঠে দুপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। এ সময় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে কোম্পানিগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
➤ অরণ্যের উদ্যোগে রাজারহাটে নবজাতক শিশুদের মাঝে ফলদ চারা বিতরণ
পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে ও গ্যাটসবি এর সহোযোগিতায় রাজারহাটের চাকিরপশার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১ টায় নবজাতক শিশুদের ফলদ চারা বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=24881
➤ নাগেশ্বরীতে বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ আটক ২
বুধবার (১৪ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি থেকে গাগলাগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ফুলবাড়ীর অনন্তপুর ভেল্লীর তল গ্রামের চোরাকারবারি মোঃ আব্দুর সাত্তার (৩৮) ও আজোয়াটারী ছড়ার পাড় গ্রামের মোঃ রসুল আলী (৪৮)কে দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৭,৮৬,৫০০ ভারতীয় রুপি ও ১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=24884
➤ চিলমারীতে প্রণোদনার বীজ ও সার বিতরণে অনিয়ম
প্রতিবারের মতোই এবারেও কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার বীজ ও সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় অনিয়ম স্বজনপ্রীতি, ভাগবাটোয়ারা কারণে কতিপয় নামধারী কৃষক প্রণোদনার সার ও বীজ বাজারে বিক্রি করায় প্রকৃত কৃষকরা থেকে যাচ্ছে প্রণোদনার বাহিরে। বিতরণে অনিয়ম, তালিকায় দুর্নীতির কারণে ভেস্তে যাচ্ছে সরকারের উদ্দেশ্য।
https://www.ulipur.com/?p=24878