।। নিউজ ডেস্ক ।।
পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে ও গ্যাটসবি এর সহোযোগিতায় রাজারহাটের চাকিরপশার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১ টায় নবজাতক শিশুদের ফলদ চারা বিতরণ করা হয়। টিকা বা সেবা নিতে আসা ০-১ বছরের নবজাতক শিশুর মাঝে ১ টি করে ফলদ চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেকেন্দার আলী বাবলু সভাপতি প্রেসক্লাব রাজারহাট, উপসহকারী কমিউনিটি মেডকেল আফিসার ডাঃ মোঃ আবুসাঈদ মন্ডল, মাহমুদ কলি সভাপতি উৎসগ ফাউন্ডেসন উলিপুর,
এছাড়াও উপস্থিত ছিলেন অরণ্যের উপদেষ্ট নুর আমিন, অরণ্য কেষাধক্ষ মোঃ জামিউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জামিউল ইসলাম জুহান ও অরণ্যের আন্যান্য সদস্য বৃন্দ।
এসময় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল আফিসার ডাঃ মোঃ আবুসাঈদ মন্ডল ও সেকেন্দার আলী বাবলু সভাপতি প্রেসক্লাব রাজারহাট, বলেন বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো।
আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত দুটি করে বৃক্ষ রোপণ করা দরকার।বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক হুমকি। তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। ‘আসুন একটি করে গাছ লাগাই,স্বাস্থ ও পরিবেশ বাঁচাই’—এ স্লোগানকে যদি আমরা মিলিতভাবে গ্রহণ করি ও কাজে লাগাই, তাহলে আমাদের বৃক্ষসম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশও সুন্দর হবে।