।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে “মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহার ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ২০১৩” (মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩) বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বুধবার (১৪ জুন) সকালে এ সভার আয়োজন করে।
সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মুর্শেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর-ঢাকা পার-১ এর উপ পরিচালক ডাঃ মোঃ জাফরুল হোসেন, সহকারি পরিচালক পার-৪ এর ডাঃ মাহদুদুল বাশার, মেডিকেল অফিসার ডাঃ নূরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ তানজির হোসেন এনএনএস, কুড়িগ্রাম ডেপুটি সিভিল সার্জন ডাঃ লুৎফর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ। এছাড়া জেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর খাদ্য, খাদ্য ব্যবহারের সরঞ্জামাদি উৎপাদন, বিপণন বা ক্রেতাদের সচেতনতা বৃদ্ধির জন্য মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ এর বিভিন্ন ধারা উপধারাসমূহ নিয়ে বিশদ আলোচনা হয়।