রিবুট (Reboot):
যে কোনো ডিভাইস রিবুট করার অর্থ হলো তার হার্ডওয়্যারকে একটি অকার্যকর অবস্থা থেকে সচল বা অপারেশনাল অবস্থায় রূপান্তর করা। একটি ডিভাইসের ক্ষেত্রে শূন্য থেকে শুরু করতে আসলে বুট করা হয়। সহজে বললে বুট বা রিবুট করা মানে ফোনটা চালু করা। কোনো অ্যাপ যদি কাজ না করে বা ফোনটা যদি অহেতুক হ্যাং করতে থাকে, তাহলে সেক্ষেত্রে রিবুট করা উচিত।
এটি যে কোনো ডিভাইসের ক্ষেত্রে খুবই সাধারণ একটা ফাংশন। আপনার ল্যাপটপ থেকে শুরু করে রাউটার, মডেম, ট্যাবলেট, স্মার্ট ডিভাইস, মোবাইল, ডেস্কটপ ইত্যাদি সঠিক ভাবে কাজ না করলে আপনি তা রিবুট করতে পারেন।
রিস্টার্ট (Restart):
রিস্টার্ট করার অর্থ হচ্ছে ডিভাইসটিকে বন্ধ করে তা পুনরায় চালু করা। ডিভাইসের সেটিংসে কিছু পরিবর্তন করার পরে তা পুনরায় চালু করা হয় বা রিস্টার্ট করা। নিশ্চয়ই খেয়াল করেছেন যে, ফোনের যখন সফটওয়্যার বা ফার্মওয়্যার আপগ্রেড করা হয়, তখন সেটিকে রিস্টার্ট করতে বলা হয়। ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের ক্ষেত্রেও কোনো সফটওয়্যার আপডেটের পর সেটিকে রিস্টার্ট করতে বলা হয়।
রিবুট ও রিস্টার্টের মধ্যে পার্থক্যঃ
স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহারকারীদের জন্য পরিচিত দুটি শব্দ Reboot এবং Restart। ব্যবহৃত ডিভাইসটি হ্যাং বা নতুন অ্যাপ বা সফটওয়্যার ইন্সটল করলেই অনেক সময় রিবুট বা রিস্টার্ট করতে হয়। তবে ফোন রিবুট এবং রিস্টার্ট করার অর্থ কি? এই দুটি কি একই জিনিস নাকি আলাদা? চলুন জেনে নেওয়া যাক ফোনের রিবুট ও রিস্টার্টের মধ্যে পার্থক্য-
১। যেকোনো ডিভাইস রিবুট করার অর্থ হলো তার হার্ডওয়্যারকে একটি অকার্যকর অবস্থা থেকে সচল বা অপারেশনাল অবস্থায় রূপান্তর করা। কোনো অ্যাপ যদি কাজ না করে বা ফোনটা যদি অহেতুক হ্যাং করতে থাকে, তাহলে সেক্ষেত্রে রিবুট করা উচিত। আর ফোন রিস্টার্ট করার অর্থ হচ্ছে ডিভাইসটিকে বন্ধ করে তা আবার চালু করা।
২। পূর্ণ গতিতে কাজ করা CPU বেশি শক্তি খরচ করে। যাই হোক, রিবুট করলেই ফোনের সফটওয়্যার চালু হয়। এটি স্বয়ংক্রিয়ভাবে কিছু ধাপ এড়িয়ে যায় এবং সরাসরি অপারেটিং সিস্টেম ইন্টারফেসে প্রবেশ করে এবং এইভাবে শক্তি সঞ্চয় করে।
অন্যদিকে, রিস্টার্ট করা হচ্ছে সিস্টেম এবং হার্ডওয়্যারের পরীক্ষা। এটি সিস্টেম থেকে জাঙ্ক ডেটাও সরিয়ে দেয়। অন্য দিকে, রিবুট ফোনের হার্ডওয়্যার টেম্পার করে না, তাই কোনও সিস্টেম ডেটা মুছে ফেলা হয় না।
৩। রিবুট করার তুলনায়, নিজেদের ফোন রিস্টার্ট করা অনেক মসৃণ। এর প্রধান কারণ হল ফোনটি পুনরায় চালু করার প্রক্রিয়া জুড়ে ব্যাপকভাবে পরীক্ষা করা এবং সিস্টেম থেকে সমস্ত প্রধান প্রোগ্রাম এবং ডেটা সাফ করা হয়।
এটি ফোনে উপস্থিত জাঙ্ক ডেটাও সরিয়ে দেয়। ইউজার যখন আবার ফোন ব্যবহার করবেন, তখন তিনি স্পষ্টভাবেই অনুভব করতে পারবেন যে এটি আগের তুলনায় অনেক দ্রুত কাজ করছে। যদিও, রিবুট সিস্টেমটি পরিষ্কার করে না। যে কারণে ফোনে জাঙ্ক ডেটা থেকে যায়।
সূত্রঃ পার্থক্য