|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, জুন ১৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ওরিয়েন্টেশন
এবছর মোট ৩লক্ষ ২৪হাজার ১০৫জন শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে এক বছরের নীচে ৬ থেকে ১১ মাস বয়সী ২লাখ ৮৭হাজার ২৫৯জন শিশুকে খাওয়ানো হবে নীল ক্যাপসুল এবং এক বছরের উপরে যাদের বয়স ১২ মাস থেকে ৫৯মাস এমন ৩৬হাজার ৮৪৬জনকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল। এজন্য সুপারভাইজারসহ ৯০৪জন কর্মী কাজ করবেন।
➤ উলিপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
উলিপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
➤ উলিপুরে দুধের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ
পান্ডুল ইউনিয়নের উত্তর আপুয়ারখাতা এলাকায় স্বামীর বাড়িতে পারিবারিক কলহের কারণে গৃহবধূর স্বামী তার ৭ মাস বয়সের দুধের শিশুকে নিজ বাড়ীতে রেখে তাকে বাড়ী থেকে বের করে দেয়। ওই গৃহবধূ পারিবারিকভাবে লোকজনের মাধ্যমে একাধিকবার শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
https://www.ulipur.com/?p=24837
➤ উলিপুরে ভেঙে পড়েছে আশ্রয়ণের ঘর, বাসিন্দাদের মাঝে আতংক
বৃষ্টিতে ভেঙে গেছে আশ্রয়ণ প্রকল্পের ঘরের একাংশ। এ ঘটনায় অন্যান্য বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ দায়িত্বরত কর্মকর্তারা নিন্মমানের সামগ্রি দিয়ে ঘর নির্মাণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে, হাতিয়া ইউনিয়নের ওলামাগঞ্জ গ্রামে।
https://www.ulipur.com/?p=24842