।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে দুই ঘন্টার মধ্যে সাত মাস বয়সের দুধের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পান্ডুল ইউনিয়নের উত্তর আপুয়ারখাতা এলাকায় স্বামীর বাড়িতে পারিবারিক কলহের কারণে গৃহবধূর স্বামী তার ৭ মাস বয়সের দুধের শিশুকে নিজ বাড়ীতে রেখে তাকে বাড়ী থেকে বের করে দেয়। ওই গৃহবধূ পারিবারিকভাবে লোকজনের মাধ্যমে একাধিকবার শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে উলিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দারস্থ হলে তাৎক্ষণিকভাবে পুলিশ বিষয়টি আমলে নিয়ে দুই ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।
এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন জানান, বিষয়টি জানার পর শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
//নিউজ//উলিপুর//জাহিদ/জুন/১৩/২৩