।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে জাল জালিয়াতির মাধ্যমে প্যাটার্ন বহির্ভূতভাবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ায় মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ২৯ মে এমপিও বাছাই ও অনুমোদন কমিটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সদস্য সচিব মো. লুৎফর রহমান এ নোটিশ প্রদান করেন। ঘটনাটি ঘটেছে, ধরনীবাড়ী মাঝবিল পানাউল্লাহ বালিকা দাখিল মাদ্রাসায়।
নোটিশে জানা যায়, জাল জালিয়াতির মাধ্যমে প্যাটার্ন বহির্ভূতভাবে ওই মাদ্রাসায় কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মিথ্যা তথ্য দিয়ে জুনিয়র মৌলভী নিয়োগ দেওয়া হয়। নিয়োগে জালিয়াতির মাধ্যমে মহাপরিচালকের প্রতিনিধির আবেদন করায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কেনো বেতন ভাতা স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা উল্লেখ করে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
এলাকাবাসী জানান, মাঝবিল পানাউল্লাহ বালিকা দাখিল মাদ্রাসায় লাভলু মিয়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন। কিন্তু মাদ্রাসা সুপার আব্দুল মতিন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গোপনে লাভলু মিয়াকে জুনিয়র মৌলভী পদে নিযয়োগ দেন।
একটি সূত্র জানায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মো. তারিকুল ইসলাম ও মাদ্রাসা সুপার আব্দুল মতিন যোগসাজসে এমন জালিয়াতি সংঘটিত করেছেন। শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম এ উপজেলায় যোগদানের পর থেকে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলেও সূত্রটি জানিয়েছে।
মাদ্রাসা সুপার আব্দুল মতিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, চিঠির জবাব দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মো. তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এমনটা হয়ে থাকে তাহলে ওই সুপারের বেতন বন্ধসহ নিয়োগ বাতিল করা প্রয়োজন। সেই সঙ্গে তদন্ত করে ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
//নিউজ//উলিপুর//মালেক/জুন/১০/২৩