।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুরে ১৪ বছরের অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযােগ উঠেছে। মঙ্গলবার (০৬ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার মােহনগঞ্জ ইউনিয়নের কীর্ত্তনতারী এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বুধবার (০৭ জুন) দুপুরে ভুক্তভােগী ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে ৫ জনকে আসামী করে ঢুষমারা থানায় একটি মামলা করেন। এদের মধ্যে দু’জন আসামীকে গ্রেফতার করে বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
আসামীরা হলেন, মােহনগঞ্জ ইউনিয়নের কীর্ত্তনতারী গ্রামের ছায়ের উদ্দিনের ছেলে বিশু আলম (২২), ওই গ্রামের আমির হােসেনের ছেলে সামস আলী (১৯), মৃত তারা মিয়ার ছেলে সুমন মাহমুদ (২০), নুর ইসলামর ছেলে শাকিল মিয়া (১৯) ও সিদ্দিকের ছেলে নুরনবী মিয়া (২১)। এদের মধ্যে সামস আলী ও সুমন মাহমুদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানাে হয়েছে।
ভুক্তভােগী ওই শিক্ষার্থীর বাবা অভিযােগ করে বলেন, তাঁর মেয়ে একটি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রণির শিক্ষার্থী। দীর্ঘদিন থেকে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বিশু আলম নামের এক যুবক। গত ৩-৪ মাস আগে মেয়েকে বিয়ে করারও প্রস্তাব পাঠান ওই যুবক। এত তাঁর সঙ্গে মেয়েকে বিয়ে দিতে রাজি হননি তিনি। এরপর থেকে মেয়ের ক্ষতি করার পায়তারা করতে থাকেন ওই যুবক। এ নিয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে বান্ধবীসহ ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় আটকিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বিশু আলম। এসময় তাঁর সঙ্গে ছিল আরও ৪জন যুবক। পরে ওই শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যান তারা। এ ঘটনায় ৫জনকে আসামী করে ঢুষমারা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন তিনি।
এ মামলায় আসামী করা হয়েছে নুরনবী মিয়া নামের যুবককেও। তিনি দাবি করে বলেন, ঘটনার দিন ঘাস তুলছিলেন তিনি। বিশু আলমের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়েও করতে চেয়েছিল তাঁকে। ওই দিন বান্ধবীসহ ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তায় তাঁর হাত ধরে টানাটানি করছিলেন বিশু আলম। তা দেখে কাছে যান তিনিসহ আরও কয়েকজন যুবক।
নুরনবী আরও বলেন, আমরা কিছু করিনি। পরে ঘটনার দিন ওই শিক্ষার্থীর বাবা আমাদের কাছে ৪ লাখ টাকা দাবি করছিলেন। এ টাকা না দেওয়ায় আমাদের নাম থানায় মামলা দিয়ে ফাসিয়ে দিয়েছেন।
বিষয়টি জানতে চাইলে ঢুষমারা থানার ওসি মােস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ৫জনের নামে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। এদের মধ্যে দু’জন আসামীকে গ্রেফতার করে বুধবার দুপুর কুড়িগ্রাম জেলহাজতে পাঠানাে হয়েছে।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/জুন/০৮/২৩