।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পে কর্মরত শিক্ষক-কর্মচারীরা চাকরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেছে। বুধবার (জুন ৭) দুপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর ব্যানারে শিক্ষক কর্মচারীরা এতে অংশ নেয়।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মাওলানা মো: সিরাজুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ২২শে মার্চ ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাকিতায় ইসলামিক ফাউন্ডেশন যুগান্তকারী মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প শুরু হয় ১৯৯৩ সালে। এরপর থেকে বর্তমানে ৭ম পর্যায়ে আগামী ২০২৪ সাল পর্যন্ত চলমান রয়েছে।
প্রকল্পটির মাধ্যমে সারাদেশে ৭৩৭৬৮টি শিক্ষাকেন্দ্রে প্রতিবছর২৪,১৪,২০০জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে বলে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সে কারণে শিক্ষক-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রকল্পের শিক্ষক-কর্মচারীসহ সকলের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য কর্তৃপক্ষ সুপারিশ করেছে। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয় নি। এমতাবস্থায় সকলের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য স্মারকলিপি পেশ করছি। আশাকরি তিনি দ্রুত আমাদের বিষযটি মানবিক দৃষ্টিকোন থেকে দেখবেন।