|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জুন ০৫, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজারহাটে মালচিং পদ্ধতিতে করলা চাষে দিগুণ ফলন
করলা চাষী মুকুল মিয়া জানান, এই প্রথম এই পদ্ধতিতে করলা চাষ করলাম। মালচিং প্লাস্টিক ব্যবহার করে সবদিক দিয়ে লাভবান হয়েছি। মালচিং-এ একবারেই জমি তৈরী করে বীজ বপন করতে হয়। এতে বারবার সার, কীটনাশক ও পানি দিতে হয় না।
https://www.ulipur.com/?p=24656
➤ উলিপুরে বীর মুক্তিযোদ্ধার বসতভিটা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
মামলার বাদী দেলোয়ার হোসেন দুলু বলেন, আমরা মুক্তিযোদ্ধার পরিবার। আমার বাপ ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তার পরও কিছু দুর্বৃত্ব আমাদের পরিবারের উপর নির্যাতন ও হামলা করে আসছে। আদালতে মামলা করেছি তবুও তারা আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে। আমরা অনেকটা আশংকায় রয়েছি।
https://www.ulipur.com/?p=24653
➤ কুড়িগ্রামের ধরলা নদীতেও মিলছে সাকার মাছ
মো: ইউনুস আলী বলেন, মাছটি জালে উঠার পর প্রথমে আমরা কেউ চিনতাম না। অনেক মানুষ এসে অনেক নাম বলতো। এ কারণে পুকুরে ছেড়ে দিয়েছি। যদি মাছটি রাক্ষুসে মাছ বা ভয়ংকর মাছ হয়ে থাকে তাহলে মাছটি পুকুর থেকে তুলে মেরে ফেলা হবে।
https://www.ulipur.com/?p=24691
➤ ফুলবাড়ীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
পুলিশই জনতা জনতাই পুলিশ তাই জনতার যেকোনো সমস্যায় আইনি সহয়তা দিতে ফুলবাড়ী পুলিশ সদা প্রস্তুত বলেও বিট পুলিশিংয়ের মতবিনিময় সভায় তিনি এ কথা জানিয়েছেন।
https://www.ulipur.com/?p=24688
➤ কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
“সলিউশন টু প্লাস্টিক পলিউশন” জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ঘোষণা মোতাবেক ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যে এবং ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই শ্লোগানকে সামনে রেখে পালিত হচ্ছে এবারের বিশ্ব পরিবেশ দিবস । এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস -২০২৩।
https://www.ulipur.com/?p=24697