।। নিউজ ডেস্ক ।।
“সলিউশন টু প্লাস্টিক পলিউশন” জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ঘোষণা মোতাবেক ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যে এবং ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই শ্লোগানকে সামনে রেখে পালিত হচ্ছে এবারের বিশ্ব পরিবেশ দিবস । এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস -২০২৩। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসন। এসময় বেলুনসহ ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এছাড়াও বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও গাছের চারা বিতরণ করেছে আরডিআরএস বাংলাদেশ’র চাইল্ড নট ব্রাইড প্রকল্পের কর্মকর্তারা। অনুষ্ঠানে ‘প্লাস্টিক দুষণের সমাধানে সামিল হই সকলে’ এই প্রতিপাদ্যকে নিয়ে মানববন্ধনে আলোচনা ও প্রতিবাদ শেষে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ১০টি পরিবারকে ৩০টি গাছের চারা বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে ফুলবাড়ীতে একশন এইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় ফুলবাড়ী ইয়ুথ হাবের আয়োজনে বৃক্ষের চারা বিতরণ, র্যালী, ক্লিনিং ক্যাম্পেইন ও বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। গাছের চারা বিতরণ শেষে উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) উপজেলা কার্যালয় হতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর ইয়ুথ হাবের সদস্যরা “সবাই মিলে করি পণ বন্ধ করি প্লাস্টিক দূষণ “স্লোগানে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক অপসারণ করেন। এসময় পরিবেশ দূষণমুক্ত রাখতে জনসচেতনতা মূলক প্রচারণাও চালানো হয়।
উল্লেখ্য, ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতি বছর সারাবিশ্বের একশ’টিরও বেশি দেশে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে আসছে।