আঃ ছোবহান জুয়েলঃ
জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের তরুণ উপদেষ্টা বোর্ডের সদস্য এস এম সৈকত গত ১৫ই ফেব্রুয়ারী ২ দিনের কুড়িগ্রাম সফরে এসে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির ৫০ তম মাসিক গানের আসর “দোতরায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পেলে তরুণরাই পারবে ভাওয়াইয়া গানকে ছড়িয়ে দিতে। তিনি আরো বলেন, প্রতিটা জাতির নিজস্ব ঐতিহ্য আছে, এটাকে যেমন ধরে রাখতে হবে তেমনি লালন করতে হবে অন্তর দিয়ে।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরবঙ্গের খ্যাতনামা শিল্পী ভূপতি ভূষণ বর্মা, সভাপতিত্ব করেন মোঃ ইনতাজ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণকমিটির কুড়িগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, গণকমিটি উলিপুর উপজেলা শাখার যুগ্ম-আহব্বায়ক অনিকেত মাসুম, নূর আমিন, আঃ ছালাম সহ আরো অনেকে।এতে গান পরিবেশন করেন বাবু পঞ্চানন, নাজমুল হুদা, খ ম আখতারুল ইসলাম, তাহমিনা আক্তার এবং ভুপতি ভূষণ বর্মা। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি তার নিজের লেখা একটি কবিতা আবৃতি করে শোনান।