|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুন ০৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি ঘটনার প্রতিবাদে মানববন্ধন
শিক্ষাঙ্গনে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর প্রতি যৌন হয়রানি শুধু বিকৃত মানসিকতা নয়, নারীদের সুস্থ্যভাবে বিকাশ হওয়ার ক্ষেত্রেও অন্তরায়। এমন শিক্ষক নামের কুলাঙ্গারদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়।
➤ উলিপুরে এক লাইট ও এক ফ্যানে বিদ্যুৎ বিল ৭ হাজার ২০০ টাকা
কাছিরনকে দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির মে মাসের বিলের কাগজে দেখা গেছে, বর্তমান ইউনিট ৬০, পূর্ববর্তী ইউনিট ০ ও ৭১৬। ব্যবহৃত ইউনিট উল্লেখ করা হয়েছে ০। তবে গড় বিল উল্লেখ করা হয়েছে ৬ হাজার ৪৬২ টাকা। নির্ধারিত তারিখের মধ্যে বিল পরিশোধ হলে কাছিরনকে অন্যান্য চার্জ সহ সর্বমোট ৭ হাজার ২০০ টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
https://www.ulipur.com/?p=24659
➤ ভূরুঙ্গামারীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ১
(৩০ মে ) মঙ্গলবার দুপুরে দশ বছর বয়সি এক মেয়েকে দিয়ে ঐ তরুণীকে ফাঁকা বাড়িতে কৌশলে ডেকে নেয় শাহিন আলম । বাড়িতে প্রবেশ করার পরেই মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরের ভিতরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণ করতে থাকে।
https://www.ulipur.com/?p=24662
➤ রাজিবপুরে বাড়িতে ঢুকে মারপিট থানায় অভিযােগ
শনিবার (০৩ জুন) সকালে টাঙ্গালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। ৯৯৯ এ ফােনের ভিত্তিতে রাজিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করে। এঘটনায় একই পরিবারের ৫জন ও অপর একটি পরিবারের ৩জনসহ মােট ৮জন আহত হয়েছে। হামলার শিকার একটি পরিবারটি রাজিবপুর থানায় লিখিত অভিযােগ করেছেন।
https://www.ulipur.com/?p=24670
➤ কুড়িগ্রাম কারাগারে হাজতির মৃত্যু
নিহত হাজতির নাম একরামুল হোসেন এরশাদ (৩৫)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের শওকত আলীর ছেলে। এলাকায় তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তার নামে ৭টির বেশি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
https://www.ulipur.com/?p=24647
➤ কুড়িগ্রামে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
মেলার প্রথম দিনে স্কুল পর্যায়ে ১৬টি ও বিজ্ঞান ক্লাব থেকে ২টিসহ মোট ১৮টি প্রকল্প অংশগ্রহন করে। মেলার দ্বিতীয় দিনে কলেজ পর্যায়ে মোট ২৭টি প্রকল্প অংশগ্রহন করবে। বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশ নিবে।
https://www.ulipur.com/?p=24674