উলিপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দলের উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের কাছে দোয়া চাচ্ছে এবং পাশাপাশি হাটে-বাজারে গণসংযোগ শুরু করেছে।বড় দুই দলের একাধিক প্রার্থী হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের। অপর দিকে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের তেমন কোন তৎপরতা চোখে পড়ছে না। উলিপুর ডট কমের সেচ্ছাসেবীদের তথ্য ও বিভিন্ন অনলাইন মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা হলেন –
বুড়াবুড়ি ইউনিয়নঃ আওয়ামী লীগের একরামুল হক খন্দকার, আব্দুল লতিফ সরকার মিন্টু, সাবেক ছাত্রনেতা আতাউর রহমান বিপ্লব, নুরুন্নবী সরকার, বিএনপির আফতাব উদ্দিন মন্ডল, এবং সোহরাব হোসেন চাঁদ (স্বতন্ত্র)।
দুর্গাপুর ইউনিয়নঃ আওয়ামী লীগের ওমর ফারুক (মঙ্গা), সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, খাইরুল ইসলাম (বাবলু), সাইফুর ইসলাম (সাইফুল) এবং বিএনপির আবেদ আলী সরদার।
বেগমগঞ্জ ইউনিয়ন: আওয়ামী লীগের স. ম. নুর- ই -এলাহী সিদ্দিকি, হারুন- অর- রশিদ, লিয়াকত সরকার, বিএনপির ডা. খয়বয় মিয়া রাজা ,সুলতান মাহমুদ, জাপার বাবলু মিয়া, বেলাল মাস্টার, আব্দুর রহিম খোকা মোল্লা (স্বতন্ত্র)।
বজরা ইউনিয়ন: আওয়ামী লীগের রেজাউল করিম বাবুল, বিএনপির আব্দুল কাইয়ুম, রকছেদ আলী আমিন লাব।
তবকপুর ইউনিয়ন: আওয়ামীলীগের রেজাউল করিম রাজা, ওয়াদুদ হোসেন মুকুল, বিএনপির রেজাউল করিম এবং জাপার রহমান বকুল।
গুনাইগাছ ইউনিয়ন: আওয়ামীলীগের মোকলেছুর রহমান ,মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার, আকবর আলী এবং বিএনপির আবুল কালাম আজাদ।
থেতরাই ইউনিয়ন: আওয়ামীলীগের আব্দুল জলিল, বদিউজ্জামান, রহুল আমীন বকসী, জাকিউল ইসলাম মিন্টু, বিএনপির সাইফুল ইসলাম বাদল, ওবাইদুল ইসলাম, জাপার আইয়ুব আলী, সরকার আতাউর রহমান (স্বতন্ত্র)।
ধরনীবাড়ী ইউনিয়ন: আওয়ামী লীগের গোলাম হোসেন মন্টু, বিএনপির এটিএম মনজুরুলুল আলম শামীম, ফারুকী আযম রনজু আমিনুল ইসলাম ফুলু, আবুল কালাম আজাদ।
সাহেবের আলগা ইউনিয়ন: আওয়ামী লীগের লুত্ফা বেগম, ডা মোবারক হোসেন, অ্যাডভোকেট জহির উদ্দিন, বিএনপির সাগর আলী ও মোজাফর মেম্বার, জাপার আবদুল বাতেন, ডা জয়নাল আবেদীন এবং জেপির আগবর আলী মাস্টার।
হাতিয়া ইউনিয়নঃ আওয়ামী লীগের সায়খুল ইসলাম নয়া, বিএনপির গোলাম মর্তুজা মুকুল, জাপার বিএম আবুল হোসেন কমিউনিস্ট পার্টির চপল কান্তি দেবনাথ মিনু ও স্বতন্ত্র আবদুর রাজ্জাক, মাওলানা আজিজার রহমান।
পান্ডুল ইউনিয়ন: আওয়ামী লীগের সিরাজুল ইসলাম, অধ্যক্ষ দবির উদ্দিন, সফিকুল ইসলাম রিপন, বিএনপির আলহাজ্ব আব্দুল জব্বার মঙ্গা, জাপার আখতারুল করিম হারুন ও আমিনুল ইসলাম।
ধামশ্রেণী ইউনিয়ন: আওয়ামী লীগের স .ম আবিদুর রহমান লেবু সরদার, রাখিবুল ইসলাম সরদার, আব্দুল আলীম, বিএনপির ডা. তাজুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম জাপার অবু সুফিয়ান, স্বতন্ত্র আবু বকর সিদ্দিকি জাকির হোসেন কাজী ও একরামুল হক মানিক
দলদলীয়া ইউনিয়ন: আওয়ামী লীগের জাহেরুল ইসলাম মাস্টার, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আবদুল্লা সরদার, প্রভাষক জাহাঙ্গীর আলম সরদার, সাদাকত হোসেন সালেক, আব্দুল হান্নান সরকার, বিএনপির মোছাঃ শামছুন্নাহার বেগম, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, জাপার আতিয়ার রহমান মুন্সি।