|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুন ০৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চরাঞ্চলে গাড়ল পালনে সফল চিলমারীর রফিকুল
জানা গেছে, সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম গাড়ল পালন ও বিক্রি করে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয়ের স্বপ্ন নিয়ে গড়ে তোলেন গাড়লের খামার। গাড়ল পালনে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করায় সফলতার স্বপ্ন এখন রুপ নিচ্ছে বাস্তবে।
https://www.ulipur.com/?p=24496
➤ উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জানা গেছে, শুক্রবার (০২ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ’র নেতৃত্বে সংগীয় ফোর্স প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ হারানগাটু গ্রামের মুদি দোকানের পূর্বে ফাঁকা জায়গা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সরবেশ মন্ডলকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=24623
➤ রাজারহাটের বিলকে নদ-নদী প্রচারণার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
বক্তারা বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনকে দিয়ে একটি চক্র চাকিরপশার বিলকে নদী বানানোর অপচেষ্টা করে আসছিল। তারা ভরা মৌসুমে চাকিরপশার বিলকে দেখিয়ে নদী রক্ষা কমিশনকে প্ররোচনা করেছিল।
https://www.ulipur.com/?p=24628
➤ কুড়িগ্রামে শ্রমজীবি মানুষদের মাঝে ঠান্ডা লেবু পানি বিতরণ
শনিবার (০৩ জুন) দুপুরে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে নিম্ন আয়ের মানুষের মাঝে ঠান্ডা লেবু পানি বিতরণ করছেন সংগঠনটি। এ সময় রিক্সা চালক, পথচারী, খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে হাফ লিটার বোতলে লেবু ও স্যালাইনের পানি দেয়া হয় ।
https://www.ulipur.com/?p=24637
➤ উলিপুরে স্বর্ণের দোকানে চুরি
উলিপুরে জানালার গ্রিল কেটে স্বর্ণের দোকানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার (০৩ জুন) ভোর রাতে উলিপুর শহরের কাচারী পাড়া উলিপুর কিন্ডারগার্টেন মোড়ে শ্রী শ্রী লক্ষ্মী জুয়েলার্স’র দোকানে এই ঘটনা ঘটে। উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
https://www.ulipur.com/?p=24632