।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের উপর দিয়ে কয়েক দিন থেকে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তীব্র রোদ ও প্রচন্ড গরমে বিপাকে এ জেলার মানুষ। এমন অবস্থায় সবচেয়ে কাবু হয়ে পড়েছে এখানকার খেটে খাওয়া ও দিনমজুর মানুষজন। এসব মানুষেরা পাশে দাড়িয়েছে অপ্রতিরোধ্য নামের একটি সামাজিক সংগঠন। এই গরমে তৃষ্ণার্ত মানুষের মাঝে লেবু পানি ও গাছ লাগানোর সচেতনতা মুলক আয়োজন করে সংগঠনটি।
শনিবার (০৩ জুন) দুপুরে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে নিম্ন আয়ের মানুষের মাঝে ঠান্ডা লেবু পানি বিতরণ করছেন সংগঠনটি। এ সময় রিক্সা চালক, পথচারী, খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে হাফ লিটার বোতলে লেবু ও স্যালাইনের পানি দেয়া হয় ।
রিকশা চালক ময়নুল হক বলেন, এই গরমে রিকশা চালালে মনে হয় জীবন বাহির হয়ে যায়। গাড়ি না চালালে তো আর সংসার চলবে না। শহরের শাপলা চত্বরে কিছু লোকজন গাড়ি থামিয়ে স্যালাইন মিশানো ঠান্ডা পানি দিলো।
সামাজিক সংগঠন “অপ্রতিরোধ্য” কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা অন্তু চৌধুরী বলেন, বড় বড় গাছ আমরা কেটে ফেলছি প্রতিনিহিত, কিন্তু নতুন করে আর গাছ লাগানো হচ্ছে না। যার ফলে এই অসম্ভব তাপদাহ। তাই তৃষ্ণার্ত মানুষদের জন্যে লেবু পানির ব্যবস্থা করা এবং গাছ লাগাতে উৎসাহিত করার ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তুহিন মিয়া বলেন, কুড়িগ্রামের উপর দিয়ে কয়েকদিন থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আগামী বেশ কয়েকদিন অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে।