|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জুন ০২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ২দিন ব্যাপি দাবা টুর্নামেন্ট শুরু
কুড়িগ্রামে শুরু হয়েছে ২দিন ব্যাপি প্রথম স্ট্যান্ডাড রেটিং দাবা টুর্নামেন্ট। শুক্রবার সকালে ২দিন ব্যাপি জেলা ক্রীড়া সংস্থার হল রুমে এ টুর্নামেন্টের উদে¦াধন করেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম। এ টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৫৬জন প্রতিযোগী অংশ গ্রহন করেন।
➤ চিলমারীতে স্কুলে শুক্রবারেও উড়ল জাতীয় পতাকা
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটি শেষে জাতীয় পতাকা না নামিয়ে শিক্ষকরা চলে যান। সারারাত পতাকা স্ট্যান্ডে লাগানো ছিল। বিষয়টি শুক্রবার সকালে শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে পড়ে। জাতীয় পতাকা নিয়ে স্কুল কর্তৃপক্ষের এমন খামখেয়ালিপনা করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
https://www.ulipur.com/?p=24612
➤ চিলমারীতে বর্ষা মৌসুমেই চালু হবে ফেরি: প্রতিমন্ত্রী
চিলমারী নদী বন্দর ও সম্ভাব্য ফেরিঘাট এলাকা পরিদর্শন কালে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এস.এম. ফেরদৌস আলম সাংবাদিকদের বলেন, এই বর্ষা মৌসুমে ফেরি চালু হবে, এবং সার্ভে চলেছে ইতি মধ্যে ১টি সার্ভে শেষে হয়েছে দ্রুত রুট নির্ধারন করা হবে।
https://www.ulipur.com/?p=24608
➤ চিলমারীতে রমনা মডেল ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
৩০ শে মে, গ্রাম পুলিশ নিয়োগ কে কেন্দ্র করে অভিযোগ ও কয়েকটি সংবাদপত্রে আমার বিরুদ্ধে ৮ লক্ষ টাকা দাবী ও যোগদান পত্র গ্রহণ না করার অভিযোগ এনে অভিযোগ করেন ঐশি আক্তার। তাকে রমনা মডেল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) পদে নিয়োগ দেন নিয়োগ বোর্ড।
https://www.ulipur.com/?p=24604