।। নিউজ ডেস্ক ।।
শিক্ষকরা গতকাল বৃহস্পতিবার (০১ জুন) বিদ্যালয় ছুটি দিয়ে বাড়ি চলে গেলেও জাতীয় পতাকা নামানো হয়নি। শুক্রবার (০২ জুন) দুপুর পর্যন্ত সেই জাতীয় পতাকা উড়ছিল পতাকা স্ট্যান্ডে। এমন খামখেয়ালির ঘটনাটি ঘটেছে চিলমারীর থানাহাট ইউনিয়নের দক্ষিণ রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটি শেষে জাতীয় পতাকা না নামিয়ে শিক্ষকরা চলে যান। সারারাত পতাকা স্ট্যান্ডে লাগানো ছিল। বিষয়টি শুক্রবার সকালে শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে পড়ে। জাতীয় পতাকা নিয়ে স্কুল কর্তৃপক্ষের এমন খামখেয়ালিপনা করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, আমাদের স্কুলে কোন পিয়ন নেই। শিক্ষকরাই পতাকা লাগানো ও নামানোর কাজ করেন। বৃহস্পতিবার স্কুলে স্টাফ মিটিং করে আমরা চলে গেছি। ভুল করে পতাকাটি নামানো হয়নি। শুক্রবার জানার পর পতাকা নামানো হয়েছে।
চিলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। হয়তো ব্যস্ততার কারণে শিক্ষকরা এমনটা করে থাকতে পারেন। খোঁজ নিয়ে দেখছি।