|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুন ১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কর্মশালা অনুষ্ঠিত
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের জামান ইন হোটেল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, এনজিওকর্মীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
➤ কুড়িগ্রামে নদীগর্ভে বিলীন হচ্ছে ভিটে মাটি, ভাঙ্গন রোধে নেই কোন প্রকল্প
স্থানীয় বাসিন্দা ও নয়ারহাট ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান জানান, বজরা দিয়ার খাতা ও চরবড়ভিটায় ভাঙনে এক বছরে দুই শতাধিক পরিবার বসতভিটা হারিয়েছে। গত একমাসে স্কুল, মসজিদসহ আরও শতাধিক বাড়িঘর নদীতে চলে গেছে। এই সময়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও হয়তো ভাঙ্গন কিছুটা কমানো যেত। নাহলে এই চর রক্ষা করা যাবে না।
https://www.ulipur.com/?p=24576
➤ উলিপুরে টি-বাঁধ নির্মাণ, ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন
মানববন্ধনে বক্তব্য রাখেন- শাহানুর আলম ফুলু সরকার, হোসেন আলী ও লুৎফর রহমান। তারা বলেন, আমাদের চার একর জমি রয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড জমি অধিগ্রহণ না করেই বাঁধ নির্মাণ করে। নিরুপায় হয়ে আজ আমরা জমির মালিকরা একত্রিত হয়ে ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধনে দাঁড়িয়েছি। এর আগেও ক্ষতি পূরণের দাবীতে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন দেয়া হয়েছে।
https://www.ulipur.com/?p=24591