|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, মে ৩১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক সভা
বুধবার (৩১ মে) বেলা ১১ টায় যাত্রাপুর ইউনিয়নের প্রত্যন্ত চরে ফ্রেন্ডশিপের আয়োজনে মাদক, জুয়া, যৌন নিপীড়ন, নারী নির্যাতন, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা গ্রহনের বিষয়ে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
https://www.ulipur.com/?p=24568
➤ কুড়িগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সমস্যা সমাধান এবং বাংলাদেশ বিল্ডিং কোড (বিএনবিসি ২০২০) এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশ করাসহ ৪ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করতে হবে।
https://www.ulipur.com/?p=24558
➤ উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
পুলিশ ও এলাকাবাসী জানায়, রেজিয়া বেগমসহ নুর জামাল মিয়ার দুই স্ত্রী একই বাড়িতে বসবাস করে আসছেন। প্রায় তাদের মধ্যে কলহ লেগেই থাকত। গতকাল মঙ্গলবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে রেজিয়া বেগমের লাশ ঘরের বাহিরে পড়ে থাকে। স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশে খবর দেয়।
https://www.ulipur.com/?p=24571
➤ ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলি ও গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩১ মে) সকাল পৌনে ৬ টায় কুটিচন্দ্রখানা গ্রামের সীমান্তবর্তি নকরজান এলাকার আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪০ এর সাব পিলার ৬ এসের নিকট এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।
https://www.ulipur.com/?p=24574