প্রকৌ. রূপম রাজ্জাকঃ
হয়তো বছরের পর বছর নামটি দেখেছেন পত্র-পত্রিকায় বা অনলাইনে বা বইমেলায়, হয়তো তাঁর অনেকগুলো বই পড়েও ফেলেছেন। কিন্তু শুধু জানেন না উনি আমাদেরই আপনজন। বলছি জনপ্রিয় কথাসাহিত্যিক তৌহিদুর রহমানের কথা। উলিপুরের মধুপুরের শিকড়ের কথা যিনি এখনো প্রতিনিয়ত বলতে ভুলেন না। মন যার পরে থাকে আমাদের প্রিয় ভূমিতেই। আমাদের সৌভাগ্য তাঁর মত অমায়িক ও বহুগুণের অধিকারী একজন ব্যক্তি আমাদের এলাকারই। তাঁর মত ব্যক্তির সাথে অনায়াসে যোগাযোগ করতে পেরে ও আন্তরিক ব্যবহার পেয়ে সবাই যে অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় পান, সেটা আমাদেরকেই একটি ইতিবাচক পরিচিতি এনে দেয় প্রতিনিয়ত।বলতে পারেন তিনি আমাদেরই প্রতিনিধিত্ব করে চলেছেন প্রতিনিয়ত, দেশ ও দেশের বাহিরে।
এবারের বইমেলায় আমাদের কথাসাহিত্যিক “তৌহিদুর রহমানের” নতুন বই যে বইগুলো পাওয়া যাচ্ছে –
১. বাবা আমার, একলা বাবা (একটি সামাজিক বৃদ্ধাশ্রমের গল্প)
২. আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ (একটি রোমান্টিক রহস্য উপন্যাস)
৩. শুধু তোমার জন্য (প্রেমের কবিতাসমগ্র)
তৌহিদুর রহমান পেশায় শিক্ষক। একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত আছেন দীর্ঘদিন। স্বপ্ন দেখেন দেশে একটি স্বতন্ত্র সাহিত্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। আপন আঙিনা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মধুপুরে তৌহিদুর রহমান সাহিত্য পরিষদ গড়বার। লেখালেখির শুরু একদম ছোটবেলায়। ইতোমধ্যে অর্জন করেছেন বেশকিছু গুরুত্বপূর্ণ পদক ও সম্মাননা। বনলতা সাহিত্য পদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, বামসাফে, স্বাধীনতা সংসদ, মাদার তেরেসা রিসার্চ সেন্টার, মহাকবি কায়কোবাদ স্বর্ণপদক উল্লেখযোগ্য। উপন্যাসে স্বাচ্ছন্দ্যবোধ করলেও কবিতা, ছোটগল্প, শিশু-কিশোরসাহিত্য সবদিকে তাঁর সমান বিচরণ।
* তৌহিদুর রহমানের বই সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য: www.facebook.com/writertouheedurrahman
* ঘরে বসে বই পেতে: ০১৬২-৫১৭৮৭৫৮. www.rokomari.com/touheedurrahman
* বইমেলায় প্রকাশক ও বই পেতে: অনন্যা প্রকাশনী, পার্ল পাবলিকেশন্স, অন্বেষা প্রকাশন, সময় প্রকাশ।
* লেখকের প্রকাশিত অন্যান্য উপন্যাসসমূহ:
১. কী কথা তাহার সাথে
২. আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
৩. একটি ঝিঁঝিঁপোকা ও কয়েকটি জোনাকি
৪. তোমার খোলা হাওয়া
৫. বসন্ত কারাগারে বারো মাস
৬. এসো নীপবনে ছায়াবীথি তলে
৭. ভালোবেসে সখী নিভৃতে যতনে
৮. আঁধার করা আলো
৯. কেন মনে রাখো তারে
১০. বৃষ্টি ভেজা রোদ্দুর
১১. জোছনার বৃষ্টিতে ভিজে
১২. সুখের মতো ব্যথা।
* লেখকের প্রকাশিত কাব্যসমূহ:
১. তুমি আসবে বলে
২. আজ জোছনায় তোমার নিমন্ত্রণ
৩. আমি আজ সাজাবো তোমায় বৃষ্টির ফুলে ফুলে
৪. উপহার, তোমার জন্য
৫. তোমার জন্য কথামালা
* লেখকের প্রকাশিত শিশু-কিশোর উপন্যাসসমূহ:
১. আজ স্কুল ছুটি।
২. ক্লাসের বাইরে কয়েকদিন
* গল্পসমগ্র:
– জোছনা রাতের কয়েকটি গল্প
* অনূদিত গ্রন্থসমূহ:
– Adventure Nilgiri
– Light That Darkens
– Uncle Fox Wins Awards
আমাদের আলোর প্রতীক আমাদের কথাসাহিত্যিক তৌহিদুর রহমানের বই কিনুন এবং তাকে আরও জানুন। সদাবিনয়ী এই মানুষটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।