।। টেক ডেস্ক ।।
বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ। তবে জনপ্রিয় হলেও এ অ্যাপটির একটি অন্যতম সমস্যায় ভুগছিলেন এর ব্যবহারকারীরা, আর সেটি হলো হোয়াটসঅ্যাপে কাউকে কোনো মেসেজ পাঠানোর পর সেটি আর এডিটের উপায় ছিল না। তাই গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মেটা। এর ফলে কাউকে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যে সেটা এডিটের সুযোগ রাখা হয়েছে।
এ বিষয়ে এক ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ বলেছেন, কোনো ব্যবহারকারী মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট বা পরিবর্তন করতে পারবেন।
হোয়াটসঅ্যাপে যেভাবে কাজ করবে এই এডিট মেসেজ ফিচার
➤ হোয়াটসঅ্যাপে যেকোনো মেসেজ পাঠানোর পর যেটি আপনি এডিট করতে চাইছেন তার ওপর চাপ দিয়ে ধরুন।
➤ এডিট মেসেজ অপশন পাবেন, সেখানে চাপ দিলে ম্যাসেজটি এডিট করা যাবে।
মেসেজটি সংশোধন করতে আপনাকে প্রথমে পাঠানো ম্যাসেজটির ওপর চাপ দিয়ে ধরতে হবে এবং এডিট অপশনটি বাছাই করতে হবে। এডিট করার পর মেসেজটির পাশে এডিটেড নামে একটি ট্যাগ থাকবে।
তবে এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘আমরা আনন্দিত যে, আপনি এখন আপনার চ্যাটের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন, যেমন ভুল বানান সংশোধন করা বা কোনো বার্তায় আরও প্রসঙ্গ যুক্ত করা।’
তবে এখনই সব সুবিধা একসঙ্গে পাচ্ছেন না ব্যবহারকারীরা। তবে শিগগিরই বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য এ ফিচারসহ আরও কিছু নতুন ফিচার উন্মুক্ত করবে হোয়াটসঅ্যাপ। তাই হোয়াটসঅ্যাপ আপ টু ডেট সব তথ্য নজরে রাখতে হবে সব ব্যবহারকারীর।