|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, মে ৩০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালিত
উলিপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে শাহাদৎবার্ষিকী পালিত হয়।
➤ রাজিবপুরে প্রায় ২০টি সরকারী বেসরকারী প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীনের আশংকা
রাজিবপুর সদর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ব্রহ্মপুত্র নদের ১১ বর্গকিলোমিটারের বিস্তৃর্ণ দ্বীপচর কোদালকাটি ইউনিয়ন। এ ইউনিয়নের চার পাশে নদী থাকায় প্রতি বছরই ভাঙনের কবলে পরে ইউনিয়নবাসী। ইউনিয়নের চারটি মৌজার মধ্যে একটি নদীতে বিলীন হয়েছে অনেক আগেই। বর্তমানে ভাঙনের কবলে রয়েছে আরও দুটি মৌজা। যেটুকু বাকী আছে সেটুকুর ভাঙন রোধে স্থায়ী সমাধান চায় কোদালকাটি ইউনিয়নবাসী।
https://www.ulipur.com/?p=24521
➤ উলিপুরের চরাঞ্চল থেকে ৬০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উলিপুরে ৬০০ পিস ইয়াবাসহ মোঃ ফুলচান মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের মসালের চর এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।
https://www.ulipur.com/?p=24537
➤ কুড়িগ্রাম জেলা পুলিশের ক্রাইম প্রিভেনশন ক্লিনিকের যাত্রা শুরু
কুড়িগ্রামে পুলিশের ‘ক্রাইম প্রিভেনশন ক্লিনিক’ চালু করা হয়েছে। সোমবার (২৯ মে) ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে বিভিন্ন থানা এলাকা থেকে আগত প্রায় ১৫০ জন নাগরিক ও সেবা প্রার্থীর বক্তব্য শোনেন ক্রাইম প্রিভেনশন ক্লিনিকে উপস্থিত কর্মকর্তাগণ।
https://www.ulipur.com/?p=24532
➤ চিলমারীতে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরে এক মাসের বিদ্যুৎ বিল ৫৪ হাজার টাকা
মজিরনকে দেওয়া পল্লী বিদ্যুতের মে মাসের বিলের কাগজে দেখা যায়, তার বৈদ্যুতিক মিটারের বর্তমান রিডিং ৬৯৪৫ এবং পূর্ববর্তী রিডিং ২৮৭৭। মজিরনের ব্যবহৃত ইউনিট দেখানো হয়েছে ৪ হাজার ৬৮ । গত ২৭ মে জরিমানা ছাড়া বিল পরিশোধের তারিখ উল্লেখ করে তাকে ৫৪ হাজার ২৩৭ টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
https://www.ulipur.com/?p=24529
➤ কুড়িগ্রামে নিম্ন আদালতেও চালু হচ্ছে অনলাইন ভিত্তিক সেবা কার্যক্রম
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে উচ্চ আদালতের মতো নিম্ন আদালতেও চালু হচ্ছে অনলাইন ভিত্তিক সেবা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতের দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) অনলাইনে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে ভোগান্তি অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন আদালত সংশ্লিষ্টরা।
https://www.ulipur.com/?p=24518