।। নিউজ ডেস্ক ।।
উলিপুর পৌরসভার খসড়া ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে পৌরসভার হলরুমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র মামুন সরকার মিঠু, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।
শুরুতে পৌরসভার হিসাব রক্ষক নাসির উদ্দিন সরদার ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৪৪ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৯১ টাকা ৮০ পয়সার প্রস্তাবিত খসড়া বাজেট পেশ করেন। বাজেটের সম্ভাব্য ব্যয় ৪২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ৭০২ টাকা, সম্ভাব্য উদ্বৃত্ত আয় ১ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৮৯ টাকা ৮০ পয়শা।
এ সময় মেয়র মামুন সরকার মিঠু বলেন, পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। বাজেট ঘোষণায় মেয়র উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সরকার এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, পরিবহন নেতা আব্দুল মোত্তালেব, পৌরসভার কাউন্সিলর আনিছুর রহমান, খোরশেদ আলম লিটন, আসাদুজ্জামান রাজু, মিজানুর রহমান, আবুল কাশেম, মিনহাজুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর এনা বেগম, কামরুন নাহার কেয়া, রওশন আরা বেগমসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
//নিউজ//উলিপুর//চন্দন/মে/২৯/২৩