|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, মে ২৭, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কুড়িগ্রামের রৌমারীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে রৌমারী থানা পুলিশের আয়োজনে কর্তিমারী বাজার যাদুরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।
➤ কুড়িগ্রামে প্রধান শিক্ষক জাকির হোসেন খানের বিধায় সংবর্ধনা
কুড়িগ্রাম শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতি কুড়িগ্রাম শাখা কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ হলরুমে শনিবার বিকালে এ সংবর্ধনার আয়োজন করে।
➤ ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে আটক ১
ভূরুঙ্গামারীতে ২১ বছরের এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের শামছুল হক (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করছেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
https://www.ulipur.com/?p=24438
➤ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে উলিপুরে সিপিবি এর বিক্ষোভ সমাবেশ
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগের অপর নাম পঞ্চাশ টাকা আলুর দাম। আদা-পিয়াজসহ কাঁচা বাজার ও চাল-ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবী করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ করার দাবী করেন তারা। দুর্নীতি, টাকা পাচারসহ সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়। গরীব মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবী করেন তারা।
https://www.ulipur.com/?p=24445
➤ কলার টাকা চাওয়ায় বিক্রেতাকে মারধর করলেন থেতরাই ইউপি চেয়ারম্যান
কলার টাকা চাওয়ায় বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে উলিপুরের থেতরাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে থেতরাই বাজারে। এ ঘটনায় ভূক্তভোগী ওই কলা বিক্রেতা চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বার্হী অফিসারের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন।
https://www.ulipur.com/?p=24448