।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার আয়োজনে “দুঃশাসন হঠাও, দ্রব্যমূল্যের দাম কমাও, মানুষ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে পৌর শহরের গবার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সমাবেশে সিপিবি নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম রাজু, সদস্য নুর মোহাম্মদ আনসার, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, সদস্য বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগের অপর নাম পঞ্চাশ টাকা আলুর দাম। আদা-পিয়াজসহ কাঁচা বাজার ও চাল-ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবী করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ করার দাবী করেন তারা। দুর্নীতি, টাকা পাচারসহ সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়। গরীব মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবী করেন তারা।
//নিউজ//উলিপুর//চন্দন/মে/২৭/২৩