।। নিউজ ডেস্ক ।।
গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের মানবিক বিভাগ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৩.২৫ নম্বর পেয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছেন কুড়িগ্রামের মেয়ে সিজরাত জাহান প্রকৃতি। তার এই অর্জনে পরিবারসহ এলাকাবাসী অত্যন্ত আনন্দিত।
সিজরাত জাহান প্রকৃতির বাড়ি কুড়িগ্রাম শহরের হিঙ্গনরায় হাটিরপাড় এলাকায়। তিনি ওই পাড়ার বাদল আহমেদ-ফিরোজা আহমেদ দম্পতির মেয়ে। তিন বোনের মধ্যে প্রকৃতি সবার ছোট।
ব্যবসায়ী বাবার সর্বকনিষ্ঠ মেয়ে প্রকৃতি কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০২০ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ এবং ২০২২ সালে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। সিজরাত জাহান প্রকৃতি বর্তমানে ঢাকায় রয়েছেন।
সিজরাত জাহান প্রকৃতি বলেন, “আমি ছোট বেলা থেকে যা করতে মন চেয়েছে তাই করেছি। পরিবার থেকে কখনো চাপ দেওয়া হয়নি। গুচ্ছ পরীক্ষার প্রস্তুতিতে সারাদিন বই নিয়ে ছিলাম না। রুটিন মাফিক চলেছি তাতেই সফলতা পেয়েছি।”
ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘ঢাকায় কোচিং করেছি। তবে সবকিছুর মূলে নিজের চেষ্টা ও নিয়মিত পড়াশোনা। আর নিজের বেসিক থাকতে হবে। বেসিক নলেজ ভালো থাকলে আর প্রয়োজনীয় দিকনির্দেশনা পেলে সফলতা সহজ হয়।’
‘আমিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতাম, এখনো করি। তবে আমাকে কখনো সেটার নেশায় পায়নি। আর কোনো কিছু নেশায় পরিণত না হলে সেটা আপনার ক্ষতির কারণ হবে না। এটা নির্ভর করে আপনি কীভাবে ব্যবহার করছেন।’ ফেসবুক ব্যবহার সম্পর্কে এসব কথা বলেন এই শিক্ষার্থী।
প্রকৃতির মা ফিরোজা আহমেদ বলেন, “আমার ৩ মেয়েই মেধাবী। বড় মেয়ে দিনাজপুরে সহকারী জজ হিসেবে কর্মরত। মেজ মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং নিয়ে পড়ছে। কখনোই মেয়েদের পড়ামোনার বিষয়ে চাপ দেইনি। এখন ছোট মেয়ের যে বিষয় নিয়ে পড়তে ভালো লাগবে আমরা তাতেই খুশি।”
এ বিষয়ে কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, “প্রকৃতিসহ ১৩ জন শিক্ষার্থী আমাদের কলেজ থেকে মেডিকেলসহ ভার্সিটিতে সুযোগ পেয়েছে। আমরা সত্যি আনন্দিত কুড়িগ্রামের মতো পিছিয়ে পড়া জেলা থেকে সে দেশ সেরা হয়েছে।”