।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের সদর ও ফুলবাড়ীতে পৃথক ঘটনায় দুঃখিত চন্দ্র (২৫) ও বাদশা আলম (৩৫) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের কিসামত মালভাঙা গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুঃখিত চন্দ্র (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ওই গ্রামের শ্রী বিনাস চন্দ্রের ছেলে। নিহত যুবক এক সন্তানের জনক। মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুঃখিত চন্দ্র বাড়িতে বিদ্যুৎ মিস্ত্রিসহ ওয়ারিং এর কাজ করছিলেন। কাজ করা অবস্থায় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির পিছনে থাকা পুকুরে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ সাঈদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোগলবাসা ইউনিয়নে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে শুনেছি। নিহতের পরিবারের লোকজন আসলে থানা একটি ইউডি মামলা হবে।
এদিকে ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাদশা আলম (৩৫) নামের একজন মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ীর বড়ভিটা এলাকার খেজুরেরতল এলাকায়। নিহত যুবক কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সাড়োডোব এলাকার আরডিআরএস বাজারের মুদির দোকানী ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে দিকে আরডিআরএস বাজার থেকে একটি পালসার মোটরসাইকেল চালিয়ে বাদশা দ্রুতগতিতে ফুলবাড়ী-কুড়িগ্রাম সড়কের বড়ভিটা এলাকার খেজুরেরতলে সড়কে পৌঁছলে রাস্তার উপর শুকাতে দেওয়া খড়ের উপর মোটরবাইকের ব্রেক ধরলে তিনি সড়কের উপর পড়ে যান। এসময় তার নিজস্ব মোটরবাইকের আঘাতে মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।