|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, মে ২৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে পুলিশের মনিটরিং সেলের বিশেষ সভা অনুষ্ঠিত
সভায় পুলিশ সুপার বলেন, সদাশয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্বসমুহ যথাযথভাবে প্রতিপালন করা আবশ্যক। মামলা তদন্ত, নন-এফআইআর প্রসিকিউশন, এনইআর, জেল প্যারেড, ক্যাটাগরিক্যালী ওয়ারেন্ট নিস্পত্তির জন্য তিনি পুলিশ পরিদর্শক তদন্ত, তদন্তকারী অফিসার পুলিশ সাব ইন্সপেক্টরদের বিভিন্ন প্রেষণা ও প্রেরণা প্রদান করেন।
https://www.ulipur.com/?p=24392
➤ উলিপুরে বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
উপজেলা পরিষদের আপদকালীন সহায়তা তহবিল হতে নিহতের পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয় এবং নিহতের স্ত্রীকে আগামী জুন মাসে বিধবা ভাতার নামের তালিকায় অন্তর্ভুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন ইউএনও।
https://www.ulipur.com/?p=24397
➤ চিলমারীতে উৎকোচ না দেয়ায় বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত দেড় শতাধিক গ্রাহক
এলাকাবাসীর অভিযোগ, চিলমারী সদর ইউনিয়নে ৩৯কি.মি বিদ্যুৎ লাইন নির্মাণ পূর্বক ২৭কি.মি.এলাকায় সংযোগ দেয়া হলেও পরিদর্শককে উৎকোচ না দেয়ায় বাকী ১২কি.মি এলাকায় সংযোগ দেয়া হচ্ছে না।
https://www.ulipur.com/?p=24385