|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, মে ২৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে কুড়িগ্রাম আদালত পাড়ায় আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি কে হত্যার হুমকির প্রতিবাদে কুড়িগ্রামের আইনজীবীরা মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করে। জেলা আওয়ামী আইনজীবী সমিতির ব্যানারে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কুড়িগ্রাম জজকোর্ট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
➤ উলিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জানা গেছে, শাহাজালাল বাদাম ক্ষেতে দিনমজুরি করতে চর গোড়াইপিয়ার এলাকায় যান। বিকেলে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
https://www.ulipur.com/?p=24379
➤ নাগেশ্বরীরর ৬ বছর ধরে পলাতক আসামীকে টাংগাইল থেকে গ্রেফতার
কচাকাটা থানার মাদক মামলা ও নাগেশ্বরী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত ৬ বছর ধরে পলাতক কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি কচাকাটা থানাধীন চর কৃষ্ণপুর গ্রামের মোঃ নুর হোসেনেকে টাংগাইল জেলা থেকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=24370
➤ উলিপুরে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
জেলা গোয়েন্দা শাখা(ডিবি) কর্তৃক সোমবার (২২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন উলিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাচারীপাড়া গ্রামস্থ থেকে সাং-কাচারীপাড়া (উলিপুর- পৌরসভা) কুখ্যাত একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
https://www.ulipur.com/?p=24367
➤ উলিপুরে নবজাতক শিশুদের মাঝে ফলদ চারা বিতরণ
পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্যাটসবি অয়ারের এর সহোযোগিতায় আজ মঙ্গলবার (২৩ মে) সকাল ১১ টায় নবজাতক শিশুদের ফলদ চারা বিতরণ করা হয়। টিকা বা সেবা নিতে আসা ০-১ বছরের নবজাতক শিশুর মাঝে ১ টি করে ফলদ চারা বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=24364