|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, মে ২২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকির উলিপুরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল
উলিপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
➤ উলিপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালিটি ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
➤ ফুলবাড়ীতে আওয়ামী মৎস্যজীবি লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে এগারো টায় বর্নাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
➤ ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দুই কিশোরকে বলাৎকারের অভিযোগ
জানা গেছে, ইতিপূর্বে আরো এরকম ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। সে কিশোর গ্যাং (ঝিংকু বাহিনী) পরিচালনা ছাড়াও মাদক সেবন, চোরাচালান সহ নানান অপরাধের সাথে জড়িত। ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে চুরি ও মাদক মামলা সহ তিনটি মামলার রয়েছে।
https://www.ulipur.com/?p=24350
➤ উলিপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি
উলিপুরে নিয়মবর্হিভূতভাবে প্রশাসনের নাকের ডগায় শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ চাঁদাবাজির অভিযোগ উঠেছে। “কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভ্যার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের” নাম ব্যবহার করা হলেও জোর পূর্বক টাকা আদায় হচ্ছে ওই সংগঠনের আওতাধীন নয় এমন পণ্য পরিবহনকারী ক্ষুদ্র যানবাহন থেকে।
https://www.ulipur.com/?p=24353