।। উপজেলা প্রতিনিধি ।।
ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না। ভাঙ্গন প্রতিরোধে কাজ চলমান রয়েছে এবং ভাঙ্গন রোধে কাজ চলবে। খুব দ্রুত নদটির ভাঙ্গন সমস্যা দূর করা হবে। রবিবার (২১ মে) চিলমারীর ফকিরেরহাট ‘টি’ বাঁধ এলাকা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
তিনি আরও জানান, ‘উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক (এমপি) বলেন, অপরিকল্পিত ও অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করা না হলে নদী ভাঙ্গন রোধ হবে না। নির্ধারিত বালু মহাল ছাড়া অপরিকল্পিত বালি উত্তোলন বন্ধ করতে হবে।
এছাড়াও এসময় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলনে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওয়ান) রমজান আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জেলার বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
//নিউজ/চিলমারী//সোহেল/মে/২১/২৩